ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেরামত ছাড়াই আকাশে ৮০ বার উড্ডয়ন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০
মেরামত ছাড়াই আকাশে ৮০ বার উড্ডয়ন!

ওয়াশিংটন: প্রয়োজনীয় মেরামত না করেই ৮০ বার যাত্রী বহন করায় যুক্তরাষ্ট্রের একটি বিমানকে জরিমানা করা হয়েছে। খবর এনডিটিভি’র।



যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা বাণিজ্যিক বিমানের ওই এয়ারলাইনকে ৪ লাখ ৫৫ হাজার ডলার জরিমানা করেছে।
বিচ ১৯০০সি নামের ১৯ জন যাত্রীবাহী জোড়া ইঞ্জিনবিশিষ্ট এ টার্বোপ্রপ বিমানটি এর ডান পাশের ইঞ্জিনের প্রয়োজনীয় মেরামত না করেই উড্ডয়ন করছিলো। এ কারণে মাত্রাতিরিক্ত তেল নিঃশেষ হচ্ছিল। কেন্দ্রীয় বিমানচালনা প্রশাসন বুধবার এসব তথ্য জানায়।

দ্য বিলিংস মন্ট, নামের এ প্রতিষ্ঠানটি মূলত মন্টানা, কলোরাডো, হাওয়াই, আইডাহো, মিনেসোটা, নেব্রাস্কা, নর্থ ডাকোটা, উতাহ এবং উয়োমিয়ং এর মত যুক্তরাষ্ট্রের নয়টি রাজ্যে তাদের ফাইট পরিচালনা করে থাকে।

একইসঙ্গে এ সংস্থার ছয়টি বিমান মেরামত ও ব্যবস্থাপনার সুযোগসুবিধা আছে বলেও প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে জানা যায়।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।