ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্রাগার লুটের চেষ্টা, সিয়েরা লিওনের রাজধানীতে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
অস্ত্রাগার লুটের চেষ্টা,  সিয়েরা লিওনের রাজধানীতে কারফিউ জারি

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে রবিবার এক সশস্ত্র সংঘর্ষের জেরে কারফিউ জারি করা হয়েছে। দেশটির সরকার বলছে একটি সামরিক অস্ত্রাগার লুট করার চেষ্টা হয়েছে সেখানে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা মারে টাউনের একটি ব্যারাকের কাছে, নৌবাহিনীর আবাসস্থল, সেই সঙ্গে ফ্রিটাউনের অন্য একটি সামরিক স্থাপনার বাইরে গোলাগুলির ও বিস্ফোরণের শব্দ শুনেছেন, যেখানে অস্ত্রাগার এবং বেশ কয়েকটি দূতাবাস রয়েছে।

দেশটির সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, শনিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা কিছু বন্দুকধারী উইলবারফোর্স সেনাছাউনিতে ঢুকে একটি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা করে। তাদের প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে সিয়েরা লিওনের নাগরিকদের যার যার ঘরে অবস্থান করতে বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, সেনাছাউনিতে হামলার সময়ে রাজধানীর কেন্দ্রীয় কারাগার থেকে কিছু বন্দী পালিয়ে গেছে। তবে কত জন বন্দী পালিয়েছেন তা এখনো জানা যায়নি।

দেশটির মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রাগারে প্রবেশের চেষ্টার নিন্দা করেছে এবং যারা ‘শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, স্বাস্থ্যকর ও সমৃদ্ধ সিয়েরা লিওনের জন্য কাজ করছে’, তাদের জন্য অব্যাহত সমর্থনের প্রস্তাব দিয়েছে।

পশ্চিম আফ্রিকার ইংরেজিভাষী দেশ সিয়েরা লিওন এই বছরের জুনে প্রেসিডেন্ট ও সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট বায়ো ২০১৮ সালে প্রথম নির্বাচিত হয়েছিলেন। গত জুন মাসে ৫৬.১৭ শতাংশ ভোট নিয়ে পুনরায় নির্বাচিত হন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনে গণনায় অসংগতি ও স্বচ্ছতার অভাব, সেই সঙ্গে সহিংসতা ও ভয় দেখানোর জন্য নিন্দা করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।