ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৬ জিম্মির বিনিময়ে ৩০ ফিলিস্তিনির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
১৬ জিম্মির বিনিময়ে ৩০ ফিলিস্তিনির মুক্তি

গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় দফার শেষ দিনে ১৬ জিম্মির বিনিময়ে আরও ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

যুদ্ধবিরতির শর্ত মেনে বুধবার রাতে ১৬ জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস।

জিম্মিদের মধ্যে ১০ জন ইসরায়েলি। বাকিদের মধ্যে চারজন থাইল্যান্ডের, দুজন রাশিয়ার নাগরিক।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৯৭ জিম্মিকে মুক্তি দিলো হামাস।

ইসরায়েলও যুদ্ধবিরতির আওতায় বুধবার রাতে ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেয়। এখন পর্যন্ত ২১০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইহুদি কর্তৃত্ববাদী রাষ্ট্রটি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় বলা হচ্ছে, বৃহস্পতিবার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শেষ হয়ে যাবে। বহুমুখী কূটনৈতিক তৎপরতায় চুক্তির মেয়াদ আরও পাঁচদিন বাড়ানো হতে পারে। কিন্তু হামাস বলছে উল্টো কথা। সংগঠনটির দাবি, ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তাবিত জিম্মি মুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল সাত নারী ও শিশুকে গ্রহণ করতে অস্বীকার করেছে।

এদিকে, সৌদি আরব বলেছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি দিতে হবে। কাতারের মধ্যস্থতায় চুক্তির মেয়াদ বাড়ানো সংক্রান্ত সমস্ত কিছু বাদ দিয়ে ফিলিস্তিনে বিলম্ব ছাড়া স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক তৎপরতা শুরু করতে বলেছে দেশটি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।