ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১০

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১০

ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত ও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন ।  

শুক্রবার (০১ ডিসেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তার ধারে বোমা বিস্ফোরণ ও বন্দুকধারীদের হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

দিয়ালা প্রদেশের আমরানিয়াহ শহরের কাছে স্থানীয় এক এমপির আত্মীয়দের লক্ষ্য করে এই হামলাটি চালানো হয় বলে জানা গেছে।  

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।  

জাতিসংঘ জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটিতে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ বিভিন্ন হামলায় নিহত হয়েছেন। ২০০৮ সালে দেশটিতে জাতিগত সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।