ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিচিত্র এই জন্মদিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
বিচিত্র এই জন্মদিন

রকফোর্ড : সন্তানের জন্মদিন মনে রাখার কোনো ঝামেলাই নেই মিসিগানের এক দম্পতির। তাদের তিনটি সন্তানের জন্ম হয়েছে এমন একটি দিনে যে দিনটি মানুষ মনে রাখবেন আগ্রহের সঙ্গে।




চাদ এবং তার স্ত্রী বারবি সোপারের তিনটি সন্তান জন্ম নিয়েছে ৮/৮/৮, ৯/৯/৯/ ও ১০/১০/১০ তারিখে।

গত রোববার অর্থাৎ ১০/১০/১০ তারিখে শতাদের তৃতীয় সন্তান চেরা নিকোলির জন্ম হয়।

সোপার (৩৬) বলেন, ‘প্রায়ই তাকে প্রশ্ন করা হয় সন্তানদের জন্মদিন এমন করার জন্য কোনো কারসাজি করা হয়েছে কিনা? তার উত্তর হচ্ছে না। ঠিক আছে। ’

তাদের প্রথম সন্তান চোল কোরিন পরিকল্পনা মতো সঠিক দিনে জন্ম নেয়। তার জন্ম তারিখটি ছিল ৮/৮/৮ তারিখে। দ্বিতীয় সন্তান ক্যামেরন দানে নির্ধারিত ২০ সেপ্টেম্বরের আগেই জন্ম নেয় ৯/৯/৯ তারিখে।

শারীরিক জটিল সমস্যা এড়াতে সোপার চিকিৎসক চেরাকে নির্ধারিত সময়ের আগেই মাতৃগর্ভ থেকে বের করে আনা হয়। শিশুটির জন্ম নেওয়ার নির্দিষ্ট দিন ধার্য ছিল ৪ নভেম্বর।

সোপার চিকিৎসক বলেন, ২০ সপ্তাহের গর্ভধারণে আমরা মনে করেছি নির্দিষ্ট দিনের আগেই শিশু বের করে আনা সোপার শরীরের জন্য ভালো হবে।

এখন প্রশ্ন হচ্ছে, ১১/১১/১১/ তারিখেও কি এই দম্পতি আরও একটি শিশুর জন্ম দেবেন।

উত্তরে সোপার বলেন, অবশ্যই না। আমরা তিনটি সন্তানই চেয়েছিলাম। আমি আনন্দিত আমি তা পেয়েছি’।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।