ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
ভারতে গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধসে নিহত ৭

গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে ধসে পড়েছে দেয়াল। এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন।

এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।  

শুক্রবার ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হলুদের অনুষ্ঠান চলাকালে একটি সীমানা প্রাচীরের দেয়াল ধসে পড়ে। এ সময় দুই শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর বয়স দুই ও তিন বছর। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।  

জানা গেছে, জেলার ঘোসি রোডওয়েজ স্ট্যান্ডের কাছে একটি সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। পরে ধসের কারণে প্রাচীরের ধ্বংসস্তূপে আটকা পড়েন নারীরা। খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।