ঢাকা, সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কারাবন্দি মায়ের হয়ে নোবেল পুরস্কার নিল দুই সন্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
কারাবন্দি মায়ের হয়ে নোবেল পুরস্কার নিল দুই সন্তান

ইরানে কারাবন্দি নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদির হয়ে পুরস্কার নিয়েছে তার দুই সন্তান। রোববার বিবিসি এ খবর জানায়।

 

মোহাম্মদি ১০ বছরের সাজায় তেহরানের একটি কারাগারে রয়েছেন। ইরানে নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে চলতি বছর শান্তিতে নোবেল পান তিনি।

কারাগার থেকে পাঠানো একটি ভাষণ পাঠান মোহাম্মদি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার সন্তান তা পাঠ করে শোনায়। ভাষণে এ নোবেল বিজয়ী ইরানের অত্যাচারী সরকারের নিন্দা জানান।  

তিনি বলেন, ইরানের জনগণ ধৈর্যের সঙ্গে দমন-পীড়ন ও কর্তৃত্ববাদকে জয় করবে। কোনো সন্দেহ নেই। এটি নিশ্চিত।  

সাহিত্য, বিজ্ঞান ও অর্থনীতিতে অন্যান্য নোবেল পুরস্কারের সঙ্গে রোববার অসলোতে সম্মানজনক শান্তি পুরস্কার তুলে দেওয়া হয়।

মোহাম্মদি বহু বছর ধরে ইরানের একজন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব। ৫১ বছর বয়সী এ অধিকারকর্মী ২০১০ সাল থেকে প্রায় অবিচ্ছিন্নভাবে কারাগারে রয়েছেন। মোট ১৩ বার তিনি গ্রেপ্তার হয়েছেন, পাঁচবার দোষী সাব্যস্ত হয়েছেন এবং মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

বর্তমানে তিনি কারাভোগ করছেন প্রোপাগান্ডা ছড়ানোর দায়ে। তার স্বামী তাঘি রাহমানি একজন রাজনৈতিক কর্মী। তিনি নির্বাসিত হয়ে দুই সন্তান নিয়ে প্যারিসে রয়েছেন। মোহাম্মদির সঙ্গে তাদের কয়েক বছর ধরে দেখা নেই।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।