ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফিম উৎপাদনে শীর্ষে উঠে এলো মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
আফিম উৎপাদনে শীর্ষে উঠে এলো মিয়ানমার

আফগানিস্তানে তালেবান সরকার পপি চাষ নিষিদ্ধ করায় আফিম উৎপাদনে শীর্ষে উঠে এসেছে মিয়ানমার। মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে জাতিসংঘ।

বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ ছিল আফগানিস্তান।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের (ইউএনওডিসি) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে তালেবান সরকার মাদক উৎপাদন নিষিদ্ধ করে। ফলে আফগানিস্তানে আফিম চাষ ৯৫ শতাংশ কমে যায়। বিশ্বব্যাপী অফিমের চাহিদার মূল উৎস এখন মিয়ানমার।  

পপি ফুল বা আফিম থেকেই ভয়ঙ্কর মাদক হেরোইন তৈরি হয়। এছাড়া উৎপাদন হয় মরফিন, যা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ফলের বীজগুলি তরকারি হিসেবে খাওয়া যায়। বীজের নাম পোস্তদানা।  

ইউএনওডিসি জানায়, মিয়ানমারের কৃষকরা এখন আফিম চাষ থেকে প্রায় ৭৫% বেশি উপার্জন করে, কারণ ফুলের গড় দাম প্রতি কেজি প্রায় ৩৫৫ ডলারে পৌঁছেছে এবং চাষের এলাকা বছরে ১৮% বৃদ্ধি পেয়েছে ৪০,১০০ থেকে ৪৭,০০০ হেক্টরে, যা ২০০১ সালের পর থেকে সম্ভাব্য ফলনকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে।

ইউএনওডিসির আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর অর্থনীতি, নিরাপত্তা ও প্রশাসনিক সমস্যা প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের জীবিকা নির্বাহের জন্য আফিম চাষের দিকে ঠেলে দিচ্ছে।

ইউএনওডিসির প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে আফিম চাষের এলাকা সবচেয়ে বেশি প্রসারিত হয়েছে। তারপরে চিন ও কাচিন রাজ্যে। অত্যাধুনিক উপায়ে চাষাবাদের কারণে ফলন হেক্টর প্রতি ১৬% বৃদ্ধি পেয়েছে।  

ডগলাস বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী এবং সশস্ত্র জাতিগত-সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে লড়াই বেড়ে যাওয়ায় আফিম চাষ আরও সম্প্রসারিত হবে।  

মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওসের মিলিত সীমান্ত অঞ্চল- তথাকথিত গোল্ডেন ট্রায়াঙ্গল ঐতিহাসিকভাবে আফিম এবং হেরোইন উৎপাদনের একটি প্রধান এলাকা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।