ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ২০৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ইসরায়েলি হামলায় গাজায় ২৪ ঘণ্টায় ২০৭ জন নিহত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২০৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫০ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা এ তথ্য জানিয়েছেন।

এদিকে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতাল অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। তারা মেডিকেল কমপ্লেক্সটিতে প্রবেশ বা বের হতে বাধা দিচ্ছে।

এ সময় চিকিৎসাকর্মী এবং হাসপাতালের ভেতরে থাকা রোগীদেরও গুলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার।  

হাসপাতালটি রোগী এবং উদ্বাস্তুদের ভিড়ে পরিপূর্ণ। ইসরায়েলি বোমা হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে এই হাসপাতালে আশ্রয় নিয়েছেন।

অপরদিকে মুহুর্মুহু বিমান হামলার মাঝেও প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের সামরিক শাখা কাসাম ব্রিগেড বলছে, খান ইউনিসের পূর্ব ও উত্তরে ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে তারা।  

আগের দিন কাসাম ব্রিগেড জানিয়েছিল, তাদের যোদ্ধারা সাতটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে এবং একই সময় তিনজনকে সেনাকে হত্যা করেছে।

৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৮ হাজার ৪১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১২,২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।