ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০
পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে চীনের কমিউনিস্ট পার্টির বৈঠক শুরু

বেইজিং: পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার ওপর আলোচনার উদ্দেশে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির ১৭তম বৈঠক শুক্রবার শুরু হয়েছে। খবর সিনহুয়া’র।



চার দিনব্যাপী বৈঠকে দেশের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর ১২তম পঞ্চবার্ষিকী (২০১১-২০১৫) কর্মসূচির পর্যালোচনা করা হবে।

গত মাসে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা দিয়ে জানায়, একটি মাঝারি মানের সমৃদ্ধ সমাজ গঠনের জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকরা জানাচ্ছেন, এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করা হচ্ছে, জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে কমিটির সদস্যরা নির্দেশনা, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা ও গুরুত্বপূর্ণ পদপে বিষয়ে আলোচনা করবেন। বৈঠকটি শেষ হবে আগামী সোমবার।

কমিটির সদস্যরা গত পাঁচ বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়েও পর্যালোচনা করবেন।

সিপিসি’র সূত্র জানিয়েছে, পার্টি ও অন্যান্য সংগঠনের তরফ থেকে যে প্রস্তাবনাগুলো যে দেওয়া হয়েছে সেগুলোই চীনের চলমান সংস্কারের পে নির্দেশনার কাজ করবে। একইসঙ্গে এটি সমাজতন্ত্রের আধুনিকায়নের পওে নির্দেশনার ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।