ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দারিদ্র সীমার নিচে ৩০ শতাংশ শিশু: সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০
দারিদ্র সীমার নিচে ৩০ শতাংশ শিশু: সমীক্ষা

সাত বছর বয়সী কিশোরদের ১০ জনের তিনজন দারিদ্র সীমার নিচে জীবনযাপন করে। একটি নতুন গবেষণায় এ তথ্য জানা গেছে।

খবর আল জাজিরা।

শিশুদারিদ্র নির্মূলে সরকারি প্রচেষ্টা সত্ত্বেও অনেক শিশু এখনো চরম দারিদ্রে রয়েছে। বেকার পিতামাতা বা সংখ্যালঘু পরিবারের শিশুরা সবচেয়ে বেশি দরিদ্র।

মিলেনিয়াম কহোর্ট স্টাডি’র গবেষণার অংশ হিসেবে ইনস্টিটিউট অব এডুকেশনের পরিচালনায় ১৪ হাজার শিশুর ওপর জরিপে তাদের জীবনমানের মূল্যায়ন করা হয়। এর মধ্যে ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত কয়েক হাজার শিশুর জন্ম যুক্তরাজ্যে।

এই গবেষণায় পিতামাতার মোট আয়ের ওপর জোর দেওয়া হয়েছে। দেখা গেছে, পরিবারের সাপ্তাহিক গড় পারিবারিক আয়ের ৬০ শতাংশের চেয়েও কম অর্থের ওপর করে ২৯ দশমিক ৬ শতাংশ লোক। এর অর্থ হচ্ছে, দুইজন পিতামাতা ও দুইটি শিশু সাপ্তাহিক ৩৩০ পাউন্ডে জীবনধারণ করে। অর্থাৎ প্রায় ৩০ শতাংশ শিশু দারিদ্র সীমার নিচে বসবাস করে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।