ডেলাওয়্যারের উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহরের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়েছে। রোববার এ দুর্ঘটনা ঘটে।
বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন প্রচারণা কর্মীদের সঙ্গে একটি গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তারা দুজনই অক্ষত আছেন।
বহরে থাকা গাড়িটি হঠাৎ একটি মোড়ে থামার চেষ্টা করলে এ সংঘর্ষ হয়। এ সময় বাইডেনের সিক্রেট সার্ভিসের কর্মীরা ওই গাড়িটিকে অস্ত্র দিয়ে ঘিরে ফেলে এবং চালককে তার হাত উপরে রেখে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ও তার স্ত্রী দুজনই ভালো আছেন।
সিক্রেট সার্ভিসের মুখপাত্র স্পেশাল এজেন্টের স্টিভ কোপেক বলেছেন, রোববার রাত ৮টা ৯ মিনিটে উইলমিংটনে প্রেসিডেন্টের গাড়ি বহরে থাকা সিক্রেট সার্ভিসের একটি গাড়িকে অপর একটি গাড়ি আঘাত করে। এতে প্রেসিডেন্টের নিরাপত্তা কোনো হুমকিতে পড়েনি, পরে প্রেসিডেন্টের গাড়ি বহর নিরাপদে চলে যায়।
গত বছর একটি ছোট বেসরকারি বিমান ভুলবশত বাইডেনের ডেলাওয়্যার অবকাশের বাড়ির কাছে আকাশসীমায় প্রবেশ করেছিল। সেই সময় বাইডেন এবং তার স্ত্রীকে নিরাপত্তাজনিত কারণে কিছু সময়ের জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, বিমানটিকে ভুলবশত একটি সুরক্ষিত এলাকায় প্রবেশ করার পর আকাশসীমা থেকে অবিলম্বে এসকর্ট করা হয়।
হোয়াইট হাউস তখন বলেছিল, বাইডেন বা তার পরিবারের জন্য কোনো হুমকি নেই এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাইডেন এবং তার স্ত্রী জিল তাদের রেহোবোথ বিচের বাড়িতে ফিরে আসেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
জেএইচ