ভারতের লোকসভা থেকে আরও দুই বিরোধী সংসদ সদস্য বরখাস্ত হয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) বরখাস্ত হওয়া দুই সংসদ সদস্যই কেরলের।
বরখাস্তরা হলেন আলাপুঝার সিপিএম সংসদ সদস্য এএম আরিফ ও আঞ্চলিক দল কেরল কংগ্রেস (মণি)-র নেতা তথা কোট্টয়মের সংসদ সদস্য টমাস চাজিকাদন।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দুই-তৃতীয়াংশ বিরোধী সংসদ সদস্যকে বরখাস্ত করেও শীতকালীন অধিবেশন ‘নিয়ন্ত্রণে’ আনা যাচ্ছে না। বুধবার ‘অসংসদীয় আচরণের’ অভিযোগে লোকসভার আরও দুই বিরোধী সংসদ সদস্যকে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোর জন্য বরখাস্ত করা হয়।
এ নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে লোকসভার আছেন ৯৭ জন।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসকে/এফআর