ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় চুল্লি বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় চুল্লি বিস্ফোরণে ১৩ শ্রমিক নিহত ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় চীনা মালিকানাধীন নিকেল কারখানায় একটি চুল্লি বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন শ্রমিক নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।  

রোববার দেশটির সুলাওয়েসি দ্বীপের মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মোরোওয়ালি পুলিশের মুখপাত্র ইপদা হামিদ বলেছেন, ঘটনাস্থলে ১৩ জন নিহত হয়েছেন। অনেক আহতকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

হামিদ আরও বলেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ধারণকৃত ভিডিওগুলোতে দেখা গেছে, বিশাল দাবানলের ঘন কালো ধোঁয়া বাতাসে উড়ছে।

 রয়টার্স জানিয়েছে, নিহত শ্রমিকদের মধ্যে ৮ জন ইন্দোনেশিয়ান এবং ৫ জন চীনা নাগরিক।  

ওই কারখানার বিবৃতির বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুল্লির নিচে তরল বিস্ফোরক থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

হামিদ বলেন, আশপাশের বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে, যা বাতাসের সংস্পর্শে জ্বলে উঠে।

ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম নিকেল রপ্তানিকারক দেশ। এছাড়া দেশটি তামা, কোবাল্ট ও বক্সাইটেও সমৃদ্ধ। এসব পদার্থ ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়।

ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ ও শ্রম কর্মী সাইদ ইকবাল দেশটির জনশক্তি মন্ত্রণালয়কে ঘটনাটির তদন্তের আহ্বান জানিয়েছেন।  

তিনি এক বিবৃতিতে বলেছেন, প্রতিষ্ঠানটিকে অবশ্যই ক্ষতিগ্রস্তদের জন্য চিকিৎসা এবং  ক্ষতিপূরণের খরচ বহন করতে হবে। যারা প্রবিধান লঙ্ঘন করে তাদের জন্য কঠোর নিষেধাজ্ঞাও থাকতে হবে।

সূত্র: সিএনএন

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।