ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
জাপানে ৬.৩ মাত্রার ভূমিকম্প

জাপানের কুরিল দ্বীপপুঞ্জে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।  

বৃহস্পতিবার এ আঘাত হানে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

শক্তিশালী এ ভূমিকম্পের কয়েক মিনিট পর একই অঞ্চলে রিখটার স্কেলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

এখনও পর্যন্ত দেশটির পক্ষ থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্প দুটির উৎসস্থল ১০ কিলোমিটার এবং ৪০ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছে।

এনসিএস জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ৪৪ দশমিক ৩৬ অক্ষাংশ এবং ১৪৯ দশমিক ২৩ দ্রাঘিমাংশে পাওয়া গেছে।

এনসিএস ‘এক্স’-এ একটি পোস্টে বলেছে, প্রথম শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)  ১৪টা ৪৫ মিনিটে আঘাত হানে। এর অবস্থান ছিল জাপানের কুরিল দ্বীপপুঞ্জ।

তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সূত্র: টাইমস নাউ

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।