ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নৌ মহড়া ‘যুদ্ধের উন্মুক্ত ঘোষণা’: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০
নৌ মহড়া ‘যুদ্ধের উন্মুক্ত ঘোষণা’: উত্তর কোরিয়া

সিউল: অস্ত্র বিস্তার রোধের অজুহাতে যৌথ নৌ মহড়ার আয়োজন করে দক্ষিণ কোরিয়া যুদ্ধ ঘোষণা পথ উন্মুক্ত করছে। উত্তর কোরিয়া শনিবার এ অভিযোগ করে।



দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে চারটি দেশের যুদ্ধ জাহাজ ও বিমানের সাহায্যে এ মহড়ার আয়োজন করা হয়।

উত্তর কোরিয়ার মিনজু জোসোন ডেইলি জানায়, ‘আলোচনা ও শান্তির জন্য কষ্টার্জিত পরিবেশ নষ্ট করা দক্ষিণ কোরিয়ার পতুল সরকারের এটি একটি চক্রান্ত। পিএসআই এ নেতৃত্ব দিয়ে দেশটি আন্তঃকোরীয় সম্পর্ককে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। ’
 
উত্তর কোরিয়ায় সরকারি এ দৈনিক এক মন্তব্যে আরও বলে, ‘এটা পুরোপুরি একটি সেনা উসকানিমূলক কাজ এবং আমাদের বিরুদ্ধেখোলামেলা যুদ্ধ ঘোষণা। ’

দৈনিকটির বরাত দিয়ে পিয়ংইয়ং এর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা (কেসিএন) এ তথ্য জানায়।

নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে এ নৌ মহড়া নয় বলে দক্ষিণ কোরিয়া জানায়। কিন্তু কমিউনিস্ট রাষ্ট্রটির জাহাজের অনুসন্ধান ও এগুলো প্রতিরোধ করতেই এর আয়োজন করা হয়েছে বলে দৈনিকটি দাবি করে।     

এতে আরও বলা হয়, ‘যুদ্ধ জাহাজের সাহায্যে এ ধরনের অবরোধ শুধু যুদ্ধের সময় দেখা যায়। তাই এখন এটা কোনোভাবেই সহ্য করা হবেনা। আর মূলত নৌযানের পরীণ, অনুসন্ধান ও জব্দ করাসহ আমাদের বন্দরগুলো অবরুদ্ধ করাই এ মহড়ার উদ্দেশ্যে। ’

এতে সতর্ক করে আরও বলা হয়, ‘পিএসআই’র মত এধরনের অবৈধ উসকানিমূলক কার্যকলাপ সেনা দ্বন্দ্ব শুরু করা এবং আন্তঃকোরীয় সম্পর্কের অবনতি ছাড়া ভাল কোনো ফল নিয়ে আসবেনা। ’    

একদিনের এ মহড়ায় দণি কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার ১০টি যুদ্ধজাহাজ ও বিমান অংশগ্রহণ করছে।

প্রথমে এ উদ্যোগের পর্যবেক হিসেবে যোগ দেয় দণি কোরিয়া।

কিন্তু গত বছরের মে মাসে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মত পরমাণু পরীা চালানোর পর এর পূর্ণ সদস্য হওয়ার ঘোষণা  দেয় দেশটি।

একইসঙ্গে মার্চে পিয়ংইয়ং এর টর্পেডোর আঘাতে যুদ্ধজাহাজ ডুবি ও ৪৬ জন নাবিকের মৃত্যুর পর নতুন এ মহড়ায় নেতৃত্ব দেওয়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া।

তবে কখনই এ হামলার দায়ভার স্বীকার করেনি উত্তর কোরিয়া ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।