ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

কুয়েতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
কুয়েতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নতুন নিয়োগপ্রাপ্ত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহ

শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন কুয়েতের আমির।

বৃহস্পতিবার শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ।

দেশটির বার্তা সংস্থা দ্য ন্যাশনাল নিউজ এ তথ্য জানিয়েছে।

নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন।

শেখ মোহাম্মদ ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহর চতুর্থ ছেলে।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।