ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি  নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি  নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি ড্রোন অভিযানে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

 

রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, পশ্চিম তীরে রাতভর বেশ কয়েকটি অভিযানের মধ্যেই শহরটিতে হামলার ঘটনা ঘটল। এ শহরে বড় একটি শরণার্থী শিবির রয়েছে।  

ইসরায়েলি কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, জেনিনে ড্রোন হামলার শিকার অঞ্চলগুলোতে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।  

পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার সংবাদদাতা লরা খান বলেন, আমরা মেঝেতে ছিটিয়ে থাকা বেশ কয়েকটি মরদেহের ভয়ঙ্কর কিছু ছবি দেখেছি। লোকজন বলছেন, যাদের টার্গেট করা হয়েছে, তারা বেসামরিক নাগরিক।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, জেনিনে লোকসমাগম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে চার ভাইও রয়েছেন।  

ইসরায়েল বলছে, তাদের এয়ারক্র্যাফট সৈন্যদের হামলা করা সশস্ত্র সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করে।  

ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের সময় হামলাটি সংঘটিত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

আল জাজিরার সংবাদদাতা খান বলেন, ইসরায়েলি সেনাবাহিনী জেনিনে স্থানীয় সময় রাত ১টার দিকে হামলা চালায়। ভোর ৫টার দিকে চলে যায়।  

ইসরায়েল বলছে, এক সীমান্ত পুলিশের কর্মকর্তা নিহত হয়েছেন এবং চার ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তাদের বহ করা যানটি আইইডি বিস্ফোরণের স্বীকার হলে তারা আহত হন।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।