ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

মণিপুরে নতুন সহিংসতা, পুলিশের কমান্ডো নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
মণিপুরে নতুন সহিংসতা, পুলিশের কমান্ডো নিহত

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। রাজধানী ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরের সীমান্ত শহরে দুর্বৃত্তদের হামলায় পুলিশের এক কমান্ডো নিহত হয়েছেন।

 

বুধবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী ও দুর্বৃত্তদের মধ্যে গোলাগুলি চলছে। এমনটি বলেছে সরকারি সূত্র। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বৃত্তরা আজ মোরেহ শহরের কাছে একটি নিরাপত্তা চৌকিতে বোমা হামলা করে এবং গুলি চালায়। ভারত-মিয়ানমার সীমান্তে মোরেহ গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর।

পুলিশ বলছে, দুর্বত্তরা অস্থায়ী কমান্ডো চৌকিতে আরপিজি গোলা ছুড়ে বেশ কয়েকটি যানবাহনের ক্ষতি করেছে।  

নিহত কমান্ডোর নাম ওয়াংখেম সমরজিত। তিনি ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) সদস্য। তিনি মোরেহতে রাজ্য পুলিশ কমান্ডোতে সংযুক্ত ছিলেন। তিনি ইম্ফল পশ্চিম জেলার মালোমের বাসিন্দা।

এক পুলিশ কর্মকর্তা হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ক্ষুদ্র নৃগ্রোষ্ঠীর দুজন গ্রেপ্তার হওয়ার পর কুকি গোষ্ঠীর ব্যাপক বিক্ষোভের মধ্যে নতুন সহিংসতার ঘটনা ঘটল।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।