ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে বিশ্রামরত সেনাদের ওপর গুলি চালালেন সেনা কর্মকর্তা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
ইরানে বিশ্রামরত সেনাদের ওপর গুলি চালালেন সেনা কর্মকর্তা, নিহত ৫

ইরানে সহকর্মী সেনা সদস্যদের ওপর গুলি চালিয়ে ৫ জনকে হত্যা করেছেন এক সেনা কর্মকর্তা।  

রোববার দেশটির দক্ষিণ-পূর্ব শহর কেরমানে এ ঘটনা ঘটে।

এ মাসের শুরুতে একই শহরে বোমা হামলায় ৯৪ জন নিহত হন।

ইরানের রাষ্ট্রীয় টিভি এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় টিভি বলেছে, সেনা ব্যারাকের ডরমেটরিতে বিশ্রামরত সেনা সদস্যদের ওপর গুলি চালায় ওই সেনা কর্মকর্তা। ওই সেনা কর্মকর্তার উদ্দেশ্য তাৎক্ষণিক বুঝে উঠার আগে ব্যারাকের ডরমেটরিতে বিশ্রামরত সেনাদের গুলি চালায়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পূর্বে প্রায় ৮৩০ কিলোমিটার (৫১৫ মাইল) দূরে কেরমানে এ হামলার ঘটনা ঘটে।

কেরমানে এ মাসের শুরুতে একজন ইরানি জেনারেলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দুটি বোমার মারাত্মক বিস্ফোরণে ৯৪ জন নিহত এবং আরও কয়েকশ আহত হন।  ইরাকে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হন  ওই ইরানি জেনারেল। ইসলামিক স্টেট গোষ্ঠী দায় স্বীকার করেছে।

ইরানে প্রায়ই সামরিক ঘাঁটিতে একই ধরনের গোলাগুলির ঘটনা ঘটে।

২০২২ সালে একজন সেনা সদস্য দেশের দক্ষিণে একটি রাস্তার পাশের পুলিশস্টেশনে হামলা চালিয়ে আরেক সেনা এবং তিন পুলিশ সদস্যকে হত্যা করে।

ইরানে ১৯ বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য ২৪ মাস পর্যন্ত সামরিক ট্রেনিং বাধ্যতামূলক।

সূত্র: ভয়েস অব আমেরিকা

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।