ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের ইলিনয়ের জোলিয়েট শহরে সন্দেহভাজন এক বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের মুখোমুখি হলে ওই ব্যক্তি নিজেও মারা যান।

পুলিশ এমনটি বলেছে।

জোলিয়েটের পুলিশ বলেছে, ওই সন্দেহভাজন হলেন ২৩ বছর বয়সী রোমিও ন্যান্স। তিনি টেক্সাসের নাটালিয়ার কাছে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের মুখোমুখি হয়ে আত্মহত্যা করেন।  

গুলিতে নিহতদের সাতজনকে সোমবার পাশাপাশি দুটি বাড়িতে পায় পুলিশ। অষ্টম ব্যক্তির মরদেহ পাওয়া যায় রোববার। খবর বিবিসির।

এক বিবৃতিতে জোলিয়েটের পুলিশ বিভাগ বলছে, ন্যান্স সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাটালিয়ার কাছে ছিলেন। টেক্সাসের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষের পরে ন্যান্স একটি হ্যান্ডগান দিয়ে আত্মহত্যা করেন।  

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীদের শনাক্তকরণ এবং মৃত্যুর ধরন নির্ধারণের কাজটি করবে উইল কাউন্টি করোনার'স অফিস।  

এর আগে জোলিয়েট পুলিশের প্রধান বিল ইভানস এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ সোমবার স্থানীয় সময় ১২টা ৪ মিনিটে খবর পায়, গুলিতে নিহত বেশ কয়েকজনের মরদেহ পাওয়া গেছে।

ওয়েস্ট একরস রোডে কর্মকর্তা এসে সাতটি মরদেহ দেখতে পান। একটি বাড়িতে পাঁচজনের মরদেহ পাওয়া যায়, আরেকটিতে দুজনের।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।