ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিয়ে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত

রাশিয়ার একটি পরিবহন উড়োজাহাজ ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিয়ে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৪ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, দুর্ঘটনায় ৬৫ জন যুদ্ধবন্দিই মারা গেছেন। খবর বিবিসির।

রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তি বলছে, উড়োজাহাজটিতে ওই যুদ্ধবন্দিদের পাশাপাশি ছয়জন ক্রুসহ আরও নয়জন ছিলেন। এরা মারা গেছেন কি না সে বিষয়ে কিছু বলা হয়নি।

কিয়েভের কিছু সূত্র বলছে, আইওয়ান-৭৬ নামে উড়োজাহাজটি ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করেছে।  

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় বলছে, ওই উড়োজাহাজে রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষার জন্য মিসাইল নেওয়া হচ্ছিল। তবে তারা যুদ্ধবন্দিদের বিষয়ে কিছু উল্লেখ করেনি।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াশেলভ গ্লাদকভ জানিয়েছেন, তিনি এমন ঘটনার খবর পেয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানাননি।

রিয়া নভোস্তি বলছে, ওই যুদ্ধবন্দিদের ‘বিনিময়ের জন্য’ বেলগোরোদ অঞ্চলে নেওয়া হচ্ছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুর্ঘটনাটির বিষয়ে ক্রেমলিন (প্রেসিডেন্ট ভবন) অবগত। তবে তিনিও বিস্তারিত কিছু আর জানাননি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।