ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আট আল কায়দা নেতাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০
আট আল কায়দা নেতাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

সান্না: আট আল কায়দা নেতাকে ধরিয়ে দিতে এক লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে ইয়েমেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এতথ্য জানায়।



বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে আট আল কায়েদা নেতাকে আটক করতে সাহায্য করতে জনগণকে অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার সান্না বিমান বন্দরের নিরাপত্তা বাহিনী ইয়েমেনের আল কায়েদা সন্ত্রাসীদের অর্থ দিয়ে সহায়তা করার অভিযোগে সালেহ এম এইচ আল-রাইমিকে (৩৩) আটক করেছে। রাইমি ইয়েমেন থেকে সৌদি আরব যাচ্ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।