ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৬ হাজার ছাড়াল। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

খবর আল জাজিরা।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১৮৩ ফিলিস্তিনির প্রাণ গেছে। আর এ সময়ে আহত হয়েছেন ৩৭৭ জন।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালায় হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে। এর মধ্যে সাতদিনের যুদ্ধবিরতি ছিল।  

সেই ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৬ হাজার ৮৩ জনের প্রাণ গেছে। আর এ পর্যন্ত আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৭ জন।
 
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করে বলছে, গাজা উপত্যকাজুড়ে স্থল, জল ও আকাশ থেকে হামলা অব্যাহত রেখেছে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।