ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় দূতাবাসের কর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় দূতাবাসের কর্মী গ্রেপ্তার

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)।

ওই কর্মীকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে তথ্য পাচারের অভিযোগে মিরুট থেকে গ্রেপ্তার করা হয়।

 রাশিয়ার মস্কোতে ভারতীয় দূতাবাসের কর্মী তিনি।   তিনি ২০২১ সাল থেকে মস্কোতে ভারতীয় দূতাবাসে নিরাপত্তা সহকারী হিসেবে কাজ করছেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম সতেন্দ্র সিওয়াল, তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস) হিসেবে কর্মরত ছিলেন।

এটিএস গোয়েন্দ সূত্রে জানতে পারে, আইএসআই টাকার বিনিময়ে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত সংবেদনশীল তথ্য ওই দূতাবাস কর্মীর মাধ্যমে সংগ্রহ করে আসছিল।

সংস্থাটি বলেছে, ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার তথ্য আদান-প্রদান দেশটির জন্য মারাত্মক হুমকি। হাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সতেন্দ্র সিওয়ালকে এ গুপ্তচরবৃত্তির নেটওয়ার্কের হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।