ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প, টিকটক, নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসেই ডোনাল্ড ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন।

সোমবার ওভাল অফিসে এটি সইয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, টিকটকের বিষয়ে প্রত্যেক ধনী ব্যক্তি আমাকে কল করেছিলেন।

নির্বাহী আদেশে উল্লেখ করা সময়ের মধ্যে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয় সাময়িক এ পদক্ষেপ ‘আমার প্রশাসনকে টিকটকের প্রতি শ্রদ্ধা রেখেই একটি যথাযথ পদক্ষেপ নেওয়ার সুযোগ এনে দেবে’।

বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর টিকটিক বিষয়ক আইনে সই করেছিলেন। এ নিয়ে ট্রাম্প বলেন, যে সময়ে এটি বন্ধ করা হয়েছিল তা দুঃখজনক।

যুক্তরাষ্ট্রে শনিবার টিকটক বন্ধ হয়ে গেলেও রোববার আবার চালু হয়।

নিরাপত্তার অভিযোগ তুলে টিকটকের মালিকানা হস্তান্তরের চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। গত বছর বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের কোনো মালিকের কাছে টিকটক ১৯ জানুয়ারির মধ্যে বিক্রি করতে বলা হয়েছিল।

এ নিয়ে টিকটকের পক্ষ থেকে আপিল করা হয়। তবে শুক্রবার অ্যাপটি নিষিদ্ধের আইন বহাল রাখেন সুপ্রিম কোর্ট।

টিকটক আগেই বলেছিল, যদি বিদায়ী বাইডেন প্রশাসন নিষেধাজ্ঞা কার্যকর না করার আশ্বাস না দেয়, তাহলে তারা রোববার থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দেবে।

নিষেধাজ্ঞা কার্যকরের আগেই চীনা-মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সের অ্যাপ টিকটক শনিবার যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপটি বন্ধ করে দেয়। এতে মার্কিন ব্যবহারকারীরা অ্যাপটিতে প্রবেশ করতে পারছিলেন না। পরে রোববার তা আবার চালু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।