ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
তুরস্কে পুলিশের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

তুরস্কের দক্ষিণাঞ্চলে শনিবার গভীর রাতে পুলিশ বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ২ দুই কর্মকর্তা নিহত ও ১ জন আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইয়ারলিকায়া বলেন, হেলিকপ্টারটি হাতায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং গাজিয়ানটেপ বিমানবন্দরের দিকে যাচ্ছিল রাত ১০টা ২৯ মিনিটে এটির সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, হেলিকপ্টারটি গাজিয়ানটেপ নুরদাগি জেলার কার্তাল গ্রামের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা এক বিবৃতিতে বলেছেন, আহত ব্যক্তি একজন প্রযুক্তিবিদ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র; আল আরাবিয়া নিউজ

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।