ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

একটু দয়া করুন, হার মেনে নিন: নওয়াজকে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
একটু দয়া করুন, হার মেনে নিন: নওয়াজকে পিটিআই

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনার মধ্যেই ১৫০টি আসনে এগিয়ে রয়েছে দাবি করেছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এককভাবে সরকার গঠন করবে জানিয়ে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান ইতোমধ্যে বলেছেন, নওয়াজ বা বিলাওয়ালের দলের সঙ্গে কোনো জোট গড়বেন না তারা।

একই সঙ্গে তারা পিএমএল-এন নেতা নওয়াজ শরিফকে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।  

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

নওয়াজ শরীফের উদ্দেশ্যে দলটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, একটু দয়া করুন, হার মেনে নিন। পাকিস্তানের জনগণ কখনও আপনাকে মেনে নেবে না। একজন গণতন্ত্রী হিসেবে কিছুটা বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার এটি একটি সূবর্ণ সুযোগ। দিবালোকে ডাকাতি ব্যাপকভাবে প্রত্যাখ্যান করতে যাচ্ছে পাকিস্তান! পিটিআই জিতছে, রায়কে সম্মান জানান।

দেশটির নির্বাচন কমিশন ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফলের বরাতে জিও জিও টিভির অনলাইন সংস্করণ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত জাতীয় পরিষদের ২৬৫টির মধ্যে ১৭৬টি আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।  

এর মধ্যে ইমরান খান সমর্থিত স্বতন্ত্ররা জয় পেয়েছেন ৭৪ আসনে, নওয়াজের পিএমএল-এন জিতেছে ৪৯ আসনে এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি আসন পেয়েছে ৩৯টি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ৬ জন।

এর বাইরে এমকিউএম চারটি, আইপিপি দুটি এবং জেইউআই (এফ), বিএনপি একটি করে আসনে জয় পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।