যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ৬০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার বিষয়ে আশ্বস্ত করেছেন। খবর বিবিসির।
এ সামরিক সহায়তার বিলটি কংগ্রেসে পাস হতে হবে। তবে, বাইডেন জেলেনস্কিকে বলেছেন, তিনি বিলটি পাসের বিষয়ে আত্মবিশ্বাসী।
জেলেনস্কি এর আগে ইউরোপে বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে জরুরিভাবে আরও অস্ত্রের আবেদন জানান।
আভদিভকার যুদ্ধ থেকে ইউক্রেনের সরে আসার কারণ হিসেবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সমর্থনের অভাবকে দায়ী করেছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন সিনেট ৯৫ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্রস্তাবে অনুমোদন দেয়। এর মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ৬০ বিলিয়ন ডলার।
কয়েক মাসের রাজনৈতিক দ্বন্দ্বের পর প্রস্তাবটি সিনেটে পাস হয়। তবে প্রস্তাবটি এখন যাবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে, যেখানে রিপাবলিকান পার্টির সদস্যরা এ পদক্ষেপে বিভক্ত।
শনিবার জেলেনস্কির সঙ্গে ফোনকলের পর বাইডেন সাংবাদিকদের বলেন, দেখুন, ইউক্রেনের লোকেরা সাহসিকতা এবং বীরত্বের সঙ্গে লড়েছেন। তারা অস্ত্র সংকটে পড়লে আমরা সরে যাব, আমার কাছে তা অযৌক্তিক।
তিনি আরও বলেন, এটি আমার কাছে অনৈতিক মনে হয়। যতক্ষণ না আমরা তাদের প্রয়োজনীয় গোলাবারুদ দিতে না পারছি ততক্ষণ আমি লড়ে যাব।
ইউক্রেনের প্রেসিডেন্ট সহায়তা প্যাকেজে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মার্কিন আইনপ্রণেতাদের কাছে আবেদন জানিয়েছেন। টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেছেন, আমি আনন্দিত, আমি আমেরিকান প্রেসিডেন্টের পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারি।
জেলেনস্কি এখন জার্মানিতে রয়েছেন। সেখানে তিনি ইউরোপে বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে জরুরিভাবে আরও অস্ত্রের আবেদন জানান।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
আরএইচ