ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আরও তিন অঙ্গরাজ্য ট্রাম্পের ঝুলিতে 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
আরও তিন অঙ্গরাজ্য ট্রাম্পের ঝুলিতে 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগান, মিসৌরি ও আইডাহো অঙ্গরাজ্যে রিপাবলিকান ককাসে জয় পেলেন। এর মধ্য দিয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থিতার দৌড়ে দারুণ গতি পেলেন।

 

শনিবার তিন অঙ্গরাজ্যে তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেন। হ্যালি জাতিসংঘের সাবেক দূত এবং দলে ট্রাম্পের শেষ একমাত্র প্রতিদ্বন্দ্বী।

আগামী সপ্তাহের সুপার টুয়েসডের আগে এ পর্যন্ত অঙ্গরাজ্য-ভিত্তিক দলীয় প্রার্থী নির্বাচনের প্রতিটিতেই জিতেছেন ট্রাম্প। ওইদিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্য ও একটি অঞ্চলের ভোটাররা তাদের দলীয় প্রার্থী বেছে নেবেন।  

মিশিগানে ট্রাম্প ককাসে অংশ নেওয়া ১৩ জেলার সবকটিতেই হ্যালিকে পরাজিত করেন বলে জানায় অঙ্গরাজ্যটির রিপাবলিকান পার্টি।

আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা, ইউএস ভার্জিন আইল্যান্ডস, সাউথ ক্যারোলাইনা এবং এখন মিশিগান, মিসৌরি ও আইডাহো এখন ট্রাম্পের ঝুলিতে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।