ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেহবাজ শরিফ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেহবাজ শরিফ 

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর শেহবাজ শরিফ সোমবার দেশটির প্রেসিডেন্ট হাউজে দেশের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি সেনাপ্রধান (সিওএএস) অসীম মুনিরসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুতাহিদ্দা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), এবং ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) এর মতো দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর নেতারা শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নেতাদের মধ্যে পিএমএল-এন সুপ্রিমো নওয়াজ শরিফ, পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি উপস্থিত ছিলেন।

এছাড়া পাঞ্জাব, সিন্ধু এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী- মরিয়ম নওয়াজ, মুরাদ আলি শাহ এবং সরফরাজ বুগতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। শপথগ্রহণের পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শেহবাজ রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রতিপক্ষ ওমর আইয়ুব খানের বিরুদ্ধে ২০১ ভোট পাওয়ার পর শেহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো জাতির সেবা করতে যাচ্ছেন।

শেহবাজের বিজয় প্রত্যাশিত ছিল কারণ তিনি পিএমএল-এন ছাড়াও আরও সাতটি দলের সমর্থন লাভ করেছিলেন।

ওই দলগুলো হলো-পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি), পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ (পিএমএল-কিউ), বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি), পাকিস্তান মুসলিম লীগ-জিয়া (বিএপি) দ্বারা সমর্থিত। পিএমএল-জেড, ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) ও ন্যাশনাল পার্টি (এনপি)।

সরকারি সূত্র অনুসারে, নতুন প্রধানমন্ত্রীকে পিএম হাউজে স্বাগত জানাবেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। গত বছরের ১৪ আগস্ট পিএম হাউসে আসার সময় শেহবাজও কাকারকে স্বাগত জানান।

সূত্র: জিও নিউজ

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।