মাত্র দুটি রিপাবলিকান প্রাইমারিতে জিতে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন নিকি হ্যালি।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন আমার প্রচারণা স্থগিত করার সময় এসেছে।
নিকি হ্যালির প্রস্থানে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে একাই টিকে রইলেন ডোনাল্ড ট্রাম্প। সুপার টুয়েসডেতে একের পর এক প্রাইমারি জিতে আধিপত্য দেখান সাবেক এ প্রেসিডেন্ট।
নিকি হ্যালি বলেন, আমাদের দল এবং এর বাইরে যারা সমর্থন করেনি, তাদের ভোট পাওয়া এখন ট্রাম্পের ওপরই নির্ভর করছে।
মনোনয়ন দৌড়ে নেমে সুবিধা করতে পারেননি নিকি হ্যালি। জনপ্রিয়তা থাকার পরও সাউথ ক্যারোলাইনাতে ট্রাম্প তাকে হারিয়েছেন। তিনি সেখানকার সাবেক গভর্নর ছিলেন।
রয়টার্স বলছে, আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক জো বাইডেনের সঙ্গে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পই লড়বেন, নিকি হ্যালির প্রস্থান এমনটিই নিশ্চিত করছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আরএইচ