ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ নৌসেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ নৌসেনা নিহত

মেক্সিকোতে নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ নৌসেনা নিহত হয়েছেন। বুধবার পশ্চিম মিচোয়াকান রাজ্যের লাজারো কার্ডেনাস বন্দরের ৩৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর নৌবাহিনীর মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

একটি বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, নৌবাহিনীর হেলিকপ্টারটি ফ্লাইট ডেক থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয় এবং এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ নির্ধারণ করা যায়নি।

নৌবাহিনী জানিয়েছে, ৮ নৌসেনা নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। ৩ নৌসেনাকে জীবিত উদ্ধার করা হয়েছে, তারা আশঙ্কামুক্ত। ৩ জন প্রাণ হারিয়েছে, দুজন নিখোঁজ রয়েছে।

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় বন্দরগুলোর মধ্যে লাজারো কার্ডেনাস অন্যতম।

সূত্র: সিনহুয়া

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।