ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালেশিয়ায় ফেরি-নৌকা সংঘর্ষে ছয়জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

কুয়ালালামপুর: বোর্নিও-র প্রত্যন্ত অঞ্চলে ফেরি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। এ দুর্ঘটনায় আরও সাতজন নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মালেশিয়ার পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।  

কেন্দ্রীয় সারাওয়াক রাজ্যের অ্যানাপ নদীতে সোমবার সংঘটিত এ দুর্ঘটনার পর এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়। বর্নিও দ্বীপের এ নদীতে ফেরীর সঙ্গে বড় আকারের নৌকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

উপকূলীয় শহর বিনটুলুর পাশ্ববর্তী তাতায়ুর স্থানীয় পুলিশ কর্মকর্তা ন্যাওই অ্যানাক বলেন, ‘মঙ্গলবার আমরা দুজন প্রাপ্তবয়স্ক নারীর মৃতদেহ উদ্ধার করেছি। ’

অনুসন্ধান ও উদ্ধার কাজ অব্যাহত আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘দুর্ঘটনার সময় ফেরিতে ৩০ জন যাত্রী ছিলো বলে আমরা ধারণা করছি। আরও সাতজন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। ’

তবে সে সময় ফেরীতে থাকা যাত্রীর সংখ্যা বিষয়ে নিশ্চিতভাবে জানা যায়নি বলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলেও জানা যায়।

অনুন্নত ও গভীর বন বিশিষ্ট সারাওয়াকের বহু অঞ্চলে যাওয়ার একমাত্র উপায় আকাশ বা নদী পথ। তবে দেশের অভ্যন্তরসহ উপকূলীয় এলাকায় যাতায়াতের জন্য এর অধিকাংশ বাসিন্দাই নদীপথ ব্যবহার করে থাকে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।