ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) ভূমিকম্পটি আঘাত হানে।

খবর রয়টার্সের

ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সির (বিকেএমজি) বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছেন,  শুক্রবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের তীরে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় একটি ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব জাভা প্রদেশের তুবান থেকে ১৩০ কিলোমিটার উত্তরে।  
 
এতে সুনামিরও কোনো আশঙ্কা নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

পূর্ব জাভা ও এর রাজধানী সুরাবায়া এবং পার্শ্ববর্তী প্রদেশের শহরগুলিতে ভূকম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। এ ব্যাপারেসেসব এলাকায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একাধিক পোস্ট দিয়েছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, আগের ভূমিকম্পে তুবান শহরে একটি বাড়ি এবং একটি কমিউনিটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার এখনবধি ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।