ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৯/১১’র সন্ত্রাসীরা কানাডা থেকে আসেনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০
৯/১১’র সন্ত্রাসীরা কানাডা থেকে আসেনি

টরন্টো: টুইন টাওয়ারে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা কানাড থেকে এসেছে বলে যুক্তরাষ্ট্রে অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছে কানাডা।

যুক্তরাষ্ট্রের রিপাবিলকানের সিনেট প্রার্থী শ্যারন অ্যাঞ্জেল গত সপ্তাহে আবারও অভিযোগ তুলেছেন টুইন টাওয়ারে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা প্রতিবেশী দেশ কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে।

  তিনি কানাডার সীমান্তকে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেন।  

অ্যাঞ্জেল বলেন, ‘আমরা জানি আমাদের উত্তরের সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা দেশটিতে প্রবেশ করছে। এটাই আমাদের দেশের চলাচল করার সবচেয়ে সহজ সীমান্ত পথ। ’

এ অভিযোগের প্রতিক্রিয়ায় কানাডার রাষ্ট্রদূত গ্যারি দোয়ের সোমবার একে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

লিখিত জবাবে মার্কিন ওই পদপ্রার্থীকে তিনি বলেন, ‘৯/১১’র ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসীই কানাডার মধ্য দিয়ে বা কানাডা থেকে আসেনি। যুক্তরাষ্ট্রের কোনো সন্ত্রাসী হামলার সঙ্গে কানাডা কোনভাবেই জড়িত নয়। ’

রাষ্ট্রদূত আরও বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার বিস্তৃত তদন্তের পর এটাই প্রমাণিত হয় যে সব সন্ত্রাসী কানাডা নয় বরং তৃতীয় বিশ্ব থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। আর এক্ষেত্রে ভিসার জন্য তারা যুক্তরাষ্ট্রের বিদেশী কূটনীতিক অভিযানের সাহায্য নিয়েছে। ’

৯/১১ কমিশনের ২০০৪ সালের প্রকাশিত প্রতিবেদন এবং কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ২০০৭ সালের প্রতিবেদনের উল্লেখ করে কানাডার রাষ্ট্রদূত বলেন, ‘এই দুটি প্রতিবেদনেই এটা প্রমাণিত হয়েছে যে ৯/১১’র ঘটনার সঙ্গে জড়িত ১৯ জন সন্ত্রাসীর কেউই কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি। ’

তবে কানাডার এ ব্যাখ্যা ও অভিযোগ বাতিল করা সত্ত্বেও মার্কিনীদের একটি বড় অংশ বিশেষত কিছু নেতা এখনও বিশ্বাস করেন।

কানাডায় ১০ লাখের বেশি মুসলিমের বসবাস এবং আগামী দুই দশকে তা তিনগুণ হবে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।