ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ৭ ত্রাণকর্মী হত্যা: নেতানিয়াহু বললেন ‘অনিচ্ছাকৃত’

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
গাজায় ৭ ত্রাণকর্মী হত্যা: নেতানিয়াহু বললেন ‘অনিচ্ছাকৃত’

গাজায় ইসরায়েলি হামলায় দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) জন্য কাজ করা সাত কর্মী নিহত হওয়ার ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা অনিচ্ছাকৃত।

হিব্রুতে দেওয়া এক ভিডিও বার্তায়, তিনি বলেন, দুর্ভাগ্যবশত গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় নিরীহ মানুষদের ওপর আমাদের বাহিনীর অনিচ্ছাকৃত হামলার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।

তিনি বলেন, যুদ্ধের মধ্যে এটি হয়েছে। শেষে আমরা তদন্ত করব। সরকারগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ চলছে। এমন ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য আমরা সবকিছু করব।

নিহত সাতজনের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক বলে মনে করা হচ্ছে। সঙ্গে আছেন অস্ট্রেলিয়া, পোল্যান্ড, ফিলিস্তিন এবং এক দ্বৈত নাগরিকত্বের একজন। প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তিনি পূর্ণ জবাবদিহি আশা করছেন।  

ফিলিস্তিনি মেডিকেল সূত্র বিবিসিকে বলেছে, কর্মীরা বুলেট-প্রুফ জ্যাকেট পরে ছিলেন। তাতে দাতব্য সংস্থাটির লোগোও ছিল।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সিইও বলেন, এটি  ক্ষমার অযোগ্য  হামলা। সংস্থাটি তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা,  এপ্রিল ০২ , ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।