ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারের রাজধানীতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
মিয়ানমারের রাজধানীতে ড্রোন হামলা

মিয়ানমারের বিদ্রোহী দল বলেছে, তারা রাজধানী নেপিদোতে যুদ্ধরত সামরিক বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলার নির্দেশ দিয়েছিল। খবর বিবিসির।

 

ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) জানায়, বিমানবন্দর, বিমানবাহিনীর ঘাঁটি ও সামরিক সদরদপ্তর লক্ষ্য করে ২৯টি বিস্ফোরক ড্রোন পাঠায়।

সামরিক বাহিনী বিবিসি বার্মিজকে বলেছে, তারা সাতটি ড্রোন ভূপাতিত করেছে। একটি বিমানবন্দরের রানওয়েতে বিস্ফোরিত হয়েছে।  

এনইউজি নির্বাচিত সরকারের প্রতিনিধিত্ব করে, অভ্যুত্থানে যেটির পতন হয়েছিল।

২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে সামরিক বাহিনী বিদ্রোহীদের সঙ্গে লড়ে যাচ্ছে।  

জাতিসংঘের মতে, মিয়ানমারে গৃহযুদ্ধের ফলে হাজার হাজার মানুষের প্রাণ গেছে এবং প্রায় ২৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গত কয়েক মাস ধরে সামরিক বাহিনী ক্রমবর্ধমান বিরোধিতার মুখোমুখি হচ্ছে। সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠীগুলোর কাছে তারা দেশের বড় অংশ হারিয়েছে।  

নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলেছে, সামরিক সদরদপ্তর ও অ্যালার বিমানঘাঁটি লক্ষ্য করে সুসংগত ড্রোন অভিযান চালানো হয়েছে।  

এনইউজির ডেপুটি সেক্রেটারি এমজি এমজি সোয়ে বিবিসি বার্মিজকে বলেন, তারা এই অভিযান পরিচালনা করার জন্য বেশ কয়েকটি প্রতিরক্ষা গোষ্ঠীর সঙ্গে মিলে পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।