হামাসের হাতে অপহৃত এক ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। গাজার খান ইউনিস থেকে ওই জিম্মির মরদেহ উদ্ধার করা হয়।
গত ৭ অক্টোবর ইলাদ কাতজির নামের এই ইসরায়েলিকে নির ওজ নামের একটি এলাকা থেকে অপহরণ করে হামাস যোদ্ধারা।
৬ এপ্রিল মধ্যরাতে খান ইউনিসে অভিযান চালিয়ে ওই ইসরায়েলির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পরে পরীক্ষা-নিরীক্ষার পর তার পরিচয় শনাক্ত করা হয়। তার পরিবারকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা বাহিনী এক যৌথ বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন অপহৃত ইলাদ কাতজির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কাছে জিম্মি থাকা অবস্থায় হত্যার শিকার হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, তার মরদেহ কোথায় রাখা হয়েছিল এ ব্যাপারে আমাদের কাছে সূক্ষ্ম গোয়েন্দা তথ্য ছিল। পরে তার মরদেহ রাতে উদ্ধার করা হয় এবং ইসরায়েলে ফিরিয়ে আনা হয়।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
এমএম