ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলের জন্য যুক্তরাজ্যের সমর্থন ‘শর্তহীন নয়’: ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
ইসরায়েলের জন্য যুক্তরাজ্যের সমর্থন ‘শর্তহীন নয়’: ক্যামেরন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরায়েলের প্রতি ব্রিটেনের সমর্থন নির্ভর করে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ওপর। একটি সংবাদপত্রের কলামে তিনি এমনটি বলেছেন।

খবর আল জাজিরার।  

গাজায় ইসরায়েলি হামলায় তিন ব্রিটিশসহ সাত ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনার কয়েক দিন পর সাবেক এ প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রতি সমর্থন নিয়ে কথা বললেন।  

আমাদের সমর্থন শর্তহীন নয়, রোববার দ্য সানডে টাইমসে লেখেন ক্যামেরন। তিনি লেখেন, আমরা আশা করি, এ ধরনের গর্বিত ও সফল গণতান্ত্রিক দেশ আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলবে, এমনকি চ্যালেঞ্জের মুখেও।

৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর থেকেই ব্রিটিশ সরকার ইসরায়েলের কট্টর মিত্র। তবে ফিলিস্তিনি উপত্যকাটির ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে গত কয়েক মাস ধরে ক্যামেরন শক্ত কথা বলছেন।

রয়্যাল নেভির একটি জাহাজ একটি সামুদ্রিক সহায়তা করিডোর স্থাপনে সহায়তা করার জন্য ভূমধ্যসাগরের দিকে রওনা হয়েছে। রোববার তিনি সতর্ক করে বলেন, দুর্ভিক্ষের শঙ্কা বাস্তব।

ক্যামেরন বলেন, দ্রুত ও নিরাপদে ত্রাণ পরিবহনে যুক্তরাষ্ট্র, সাইপ্রাস এবং অন্যদের সঙ্গে মিলে ব্রিটেন গাজা উপকূলে নতুন একটি বন্দর স্থাপনে কাজ করছে।

গাজা যুদ্ধের ছয় মাস পূর্তিতে রোববার এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।