ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তানজানিয়ায় বন্যায় ৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
তানজানিয়ায় বন্যায় ৫৮ জনের মৃত্যু

তানজানিয়ায় বন্যায় গত দুই সপ্তাহে ৫৮ জনের প্রাণ গেছে। রোববার রাতে দেশটির সরকার এ তথ্য জানায়।

সারা দেশে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে।  

দেশটিতে বর্ষা চূড়ান্ত রূপ নেয় এপ্রিলে। এল নিনো এ পরিস্থিতিকে আরও তীব্র পর্যায়ে নিয়ে গেছে। এটি বিশ্বজুড়ে খরা বন্যা সৃষ্টি করছে।  

উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জানিয়ে সরকারের মুখপাত্র মোবহারে ম্যাটিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ভারী বৃষ্টিতে বন্যায় ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল ৫৮ জনের প্রাণ গেছে।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে, যেখানে এ পর্যন্ত ১১ জনের প্রাণ গেছে। ভবিষ্যতে বন্যা ঠেকাতে ১৪টি বাঁধ তৈরির পরিকল্পনা আমাদের আছে।  

মাত্র চার মাস আগে উত্তর তানজানিয়ায় বন্যায় ৬৩ জনের প্রাণ যায়। বন্যায় ভূমিধসও ভয়াবহ রূপ ধারণ করে।

শুক্রবার দেশটির উত্তর দিকে বাস ডুবে আট স্কুল শিক্ষার্থী মারা যায়। এক স্বেচ্ছাসেবকও মারা যান।  

ম্যাটিনি জানান, বন্যায় এক লাখ ২৬ হাজার ৮৩১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।  

উপকূল ও মোরোগোরো অঞ্চলে ৭৫ হাজার খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।