ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে সিবিএস নিউজকে জানিয়েছিলেন দুই মার্কিন কর্মকর্তা।
ইস্পাহান প্রদেশে বিস্ফোরণের খবরও নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
এদিকে ওয়াশিংটন পোস্ট এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে, ইরানে হামলা ইসরায়েলের সামরিক বাহিনীই চালিয়েছে।
১৩ এপ্রিল ইরানের হামলার জবাবেই ইসরায়েল হামলাটি চালিয়েছে। ইরান ওই হামলা চালায়, সিরিয়ার দামেস্কে তেহরানের দূতাবাসে হামলার জবাবে।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের উদ্দেশ্য ছিল ইরানকে এই বার্তা দেওয়া যে, দেশের অভ্যন্তরে হামলার সক্ষমতা তাদের রয়েছে।
হামলার ব্রিফিং সংশ্লিষ্ট এক ব্যক্তিকেও উদ্ধৃত করেছে ওয়াশিংটন পোস্ট। তিনিও পরিচয় প্রকাশ না করার শর্তে কথা বলেছেন, কেননা এ সম্পর্কে কথা বলার অনুমোদন তার নেই। তিনি এ হামলাকে ‘সতর্কতার সঙ্গে চালানো পরিকল্পিত হামলা’ বলে বর্ণনা করেছেন।
ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার পর থেকেই ইরান ফিরতি হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছিল।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
আরএইচ