ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে বাসে বোমা হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

কোটাবাতো: দক্ষিণ ফিলিপাইনে বৃহস্পতিবার একটি বাসে বোমা  বিস্ফোরিত হলে ৭ বাসযাত্রী নিহত ও ৬ জন আহত হয়েছেন।

সেনাবাহিনীর আঞ্চলিক এক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রেন্ডলফ কাবাংবাং সংবাদমাধ্যমকে জানান, ‘বাসটি মিন্দানাও দ্বীপের মাতালাম শহর দিয়ে যাওয়ার সময় বাসটিতে বোমা বিস্ফোরিত হয়।



কাবাংবাং বোমা হামলার জন্য কারা দায়ী তা নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। তবে তিনি বলেন, ‘হুমকি দেওয়ার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে। ’

তিনি আরো উল্লেখ করে বলেন, ‘সংশ্লিষ্ট বাস কোম্পানিটি সশস্ত্র গ্রুপগুলোর কাছ থেকে হুমকির চিঠি পেয়ে আসছিল। ’

উল্লেখ্য, বিগত বছরগুলোতে মিন্দানাও দ্বীপের বাস কোম্পানিগুলির কাছ থেকে চাঁদা আদায়ে সশস্ত্র গ্রুপগুলি বোমা হামলা করে আসছে। এ এলাকায় আল-কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীসহ বিদ্রোহী মুসলিম জঙ্গিরা সক্রিয় রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।