ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে ৫ জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে ৫ জনের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে কয়েক ডজন টর্নেডোর আঘাতে চার মাস বয়সী শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার শুরু হওয়া পৃথক এসব ঝড়ের তাণ্ডবে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

ওকলাহোমা রাজ্যে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঝড়ের তাণ্ডবের কারণে এক ডজন রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইওয়াতে পঞ্চম ব্যক্তি মারা গেছেন।

দেশটির জাতীয় আবহাওয়া (এনডব্লিউএস) অফিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে শনিবার কয়েকটি টর্নেডো ঘণ্টায় ১৩৬ মাইল (২১৮ কিমি) বেগে তাণ্ডব চালিয়েছে।

এএফপি এজেন্সি জানিয়েছে, ঝড়ের তাণ্ডব টেক্সাস থেকে মিসৌরি পর্যন্ত ছিল। যার প্রভাবে কয়েক ঘণ্টার মধ্যে সাত ইঞ্চি (১৮ সেমি) পর্যন্ত বৃষ্টিপাত হয়।

পূর্ব ওকলাহোমার সালফার শহরটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ভিডিওতে দেখা গেছে, বাড়ির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি যানবাহন উল্টে যাচ্ছে।

ওকলাহোমার স্বাস্থ্য বিভাগের মতে, প্রায় ১০০ জন আহত হয়েছেন। হোল্ডেনভিল এবং মেরিয়েটা শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজ্যের গভর্নর কেভিন স্টিটও শহর পরিদর্শন করে বলেন, আমার ছয় বছরের দায়িত্বকালের মধ্যে সবচেয়ে খারাপ সময় গেছে। ধ্বংস দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে প্রতিটি ব্যবসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।