ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনের রাস্তায় তলোয়ার নিয়ে হামলা, কিশোর নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
লন্ডনের রাস্তায় তলোয়ার নিয়ে হামলা, কিশোর নিহত 

লন্ডনের হেনল্টে তলোয়ার নিয়ে হামলা চালিয়ে সাধারণ মানুষ এবং দুই পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে আহত করেছেন এক ব্যাক্তি। হামলায় আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।

বাকিরা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তার আঘাত গুরুতর।  

মঙ্গলবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় এই ঘটনা ঘটে। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, হামলার ঘটনায় মর্মাহত হয়েছেন তিনি, এ ব্যাপারে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছেন। খবর বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, হামলাকারী একটি তলোয়ার হাতে একটি বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আছেন। আর তাকে ঘিরে ধরার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা।

তলোয়ার হামলার সঙ্গে জড়িত ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হামলাকে জঙ্গি হামলা হিসেবে দেখছেন না তারা। হামলাকারী ব্যক্তির কোনো মানসিক সমস্যা ছিল কিনা সে বিষয়টি এখন যাচাই করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।