ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, মে ৬, ২০২৪
হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম শালোম সীমান্ত ক্রসিংয়ে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ইসরায়েলের তিন সৈন্য নিহত হয়েছেন।

আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (৫ মে) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, হামাসের এ রকেট হামলার পর পর কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল।  

খাদ্যসামগ্রী ও অন্যান্য সহায়তা নিয়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রবেশের জন্য ওই ক্রসিংটি ছিল অন্যতম প্রধান পথ। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের পর ইসরায়েলি কর্তৃপক্ষ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ক্রসিং খুলে দেয়।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় তিন সেনা নিহতদের বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, ক্রসিং ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এ রকেট হামলায়।

পরে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রকেটগুলি ইসরায়েলি সামরিক বাহিনীর ‘কমান্ড হেডকোয়ার্টার এবং মোবিলাইজেশন’ ক্রসিং-এ আঘাত করেছে। এতে ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা ঘটেছে।  

যদিও ইশকোল আঞ্চলিক কাউন্সিলের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম বলছে, রকেটগুলো একটি সামরিক অবস্থানের কাছাকাছি খোলা জায়গায় আঘাত হেনেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, কেরেম শালোম থেকে প্রায় ৩ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণে গাজার রাফাহ ক্রসিংয়ের কাছে একটি এলাকা থেকে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একটি বেসামরিক আশ্রয়কেন্দ্রের প্রায় ৩৫০ মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে পরে তারা লঞ্চার এবং কাছাকাছি একটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।