ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু যুদ্ধ মানবজাতির অবসান ঘটাবে: ফিদেল কাস্ত্রো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
পরমাণু যুদ্ধ মানবজাতির অবসান ঘটাবে: ফিদেল কাস্ত্রো

হাভানা: পরমাণু অস্ত্রের ব্যবহারের অর্থ হচ্ছে মানবজাতির অবসান। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো এ কথা বলেছেন।

খবর রিয়া নভোস্তি’র।

বৃহস্পতিবার কিউবানডিবেট নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে তিনি বক্তব্য দেন।

কাস্ত্রো বলেন, ‘একটি নতুন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করার অর্থ হচ্ছে মানবজাতির অবসান। ’

চার মিনিটের ভিডিওচিত্রে কাস্ত্রো মধ্যপ্রাচ্যে বিরাজমান উত্তেজনার ওপর জোর দিয়ে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের মধ্য দিয়ে বিশ্বব্যাপী পরমাণু যুদ্ধ বাঁধবে। এর ফলে মানবজাতির অবসানও ঘটে যাবে।

কাস্ত্রো বিশ্বশক্তির প্রতি আহ্বান জানিয়ে পরমাণু অস্ত্র ও অন্যান্য অস্ত্র নির্মূলের আহ্বান জানান।

অ্যালবার্ট আইনস্টাইনকে উদ্ধৃত করে কাস্ত্রো বলেন, ‘আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধে কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হবে। তবে চতুর্থ বিশ্বযুদ্ধে লাঠি ও পাথর ব্যবহৃত হবে। ’ তিনি আরও বলেন, ‘তিনি (আইনস্টাইন) যা জানাতে চেয়েছিলেন তা পুরোপুরি ঠিক। তবে লাঠি ও পাথর ব্যবহার করার মতো কোনো লোক সেসময় থাকবে না। ’

৮৪ বছর বয়সী বিপ্লবী কাস্ত্রো ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে মতা তুলে দেওয়ার পর থেকে জনসম্মুখে খুব কম আসেন। তবে চলতি গ্রীষ্মে তিনি পরপর কয়েকবার জনসম্মুখে এলেন। ২০০৬-এর পর গত ৩ সেপ্টেম্বর তিনি সর্বপ্রথম জনসম্মুখে বক্তৃতা দেন।

বাংলাদেশ সময়: ১৬০০ অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।