ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিউকে নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মতভেদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বেইজিং: চীনের ভিন্নমতাবলম্বী কারাবন্দী নেতা শান্তিতে নোবেল পুরস্কার জয়ী লিউ জিয়াওবোর বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মৌলিক মতভেদ রয়েছে। বৃহস্পতিবার মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এ মন্তব্য করেছেন।



চীন সফরের দিনের এরিক সেদেশের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এক সংবাদ সম্মেলনে এরিক সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়টি আলোচনায় উঠে আসছে। এ জায়গায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে’।

এরিক বলেন, এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার অবস্থান পরিস্কার করেছেন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি চীন দেশের নাগরিক ও লিউ এর মৌলিক অধিকার রক্ষায় শ্রদ্ধাশীল হবে’।

গত বছর ডিসেম্বরে নাশকতার অভিযোগে লিউ জিয়াওবোকে (৫৪) ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ৮ অক্টোবর শান্তিতে লিউকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তবে লিউর নোবেল জয়ের ঘটনায় ুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন।

২০০৯ সালের শান্তিতে নোবেল জয়ী ওবামা লিউকে শিগগিরই মুক্তি দেওয়ার আহবান জানান।

এদিকে লিউ নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার পর থেকেই তার স্ত্রী লিউ জিয়াকে চীনের পুলিশ গৃহবন্দী করে রেখেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।