ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইংল্যান্ডে স্কুলে লিঙ্গ পরিচয় শিক্ষা দেওয়া যাবে না

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
ইংল্যান্ডে স্কুলে লিঙ্গ পরিচয় শিক্ষা দেওয়া যাবে না

ইংল্যান্ডের বিদ্যালয়গুলোর জন্য নতুন এক খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী, সেখানকার স্কুলগুলোতে লিঙ্গ পরিচয় সম্পর্কিত শিক্ষা দেওয়া যাবে না।

সরকারি বিভিন্ন সূত্র বুধবার ৯ বছরের কম বয়সীদের জন্য যৌন শিক্ষা, সেই সঙ্গে লিঙ্গ পরিচয় সম্পর্কে শিক্ষা দেওয়া নিষিদ্ধ করার পরিকল্পনার কথা বিবিসি নিউজকে জানিয়েছিল।  

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, শিশুরা বিরক্তিকর বিষয়বস্তুর সংস্পর্শে আসবে না, নতুন নির্দেশিকা তা-ই নিশ্চিত করবে।

শিক্ষকদের কয়েকজন বলেন, ব্যাপক সমস্যা হচ্ছে, তার প্রমাণ নেই।  

পরিকল্পনা অনুযায়ী, মাধ্যমিক-বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রোটেক্টেড ক্যারেক্টারিসটিক্স বা সুরক্ষিত বৈশিষ্ট্য সম্পর্কে শিখবে, যেমন যৌন অভিযোজন, লিঙ্গ পুনর্নির্ধারণ।

শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান বিবিসি ব্রেকফাস্টকে বলেন, বায়োলজিক্যাল সেক্স হলো সম্পর্ক, যৌনতা ও স্বাস্থ্য শিক্ষার ভিত্তি- এসব বিতর্কিত দৃষ্টিভঙ্গি (শেখানো) নয়।

সরকার বলছে, হালনাগাদ নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, বিদ্যালয়গুলো লিঙ্গ পরিচয় ধারণার শিক্ষা দিতে পারবে না।

সন্তানদের বিদ্যালয়ের শিক্ষার উপকরণে কী থাকছে, সন্তান কী শিখছে, তা যাতে সহজেই অভিভাবকরা জানতে পারেন, সেজন্য নিয়ম আরও কঠোর করেছে সরকার।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।