ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মে ১৯, ২০২৪
আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, নিহত ৫০

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের প্রাণ গেছে। কর্মকর্তারা এ তথ্য দেন বলে শনিবার জানায় বিবিসি।

 

ঘোর প্রদেশ কর্তৃপক্ষ বলছে, আকস্মিক বন্যার পানি আসার কিছুক্ষণ আগে লোকজন উঁচু স্থানে আশ্রয় নেন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।  

তারা বলছে, বন্যায় হাজার হাজার গবাদি পশু মরে গেছে। দুই হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।  

উত্তর ও মধ্য অঞ্চলে বন্যার পর চলতি সপ্তাহে নতুন করে ভারী বৃষ্টি শুরু হয়েছে।  

কর্মকর্তারা বলছেন, প্রাদেশিক রাজধানী ফিরোজকোহতে প্রায় দুই হাজার দোকান তলিয়ে গেছে। রাজধানী অভিমুখে রাস্তাগুলোর অধিকাংশই বন্ধ রয়েছে।  

সেখানকার এক বাসিন্দা বলেন, ভয়াবহ বন্যায় সব ভেসে গেছে। কর্মকর্তারা মসজিদের মাইকে সতর্ক করার পর তিনি ও তার পরিবার নিরাপদ আশ্রয়ের দিকে ছোটেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করেছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস বলেন, কয়েক ডজন লোক বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

জাতিসংঘ ও তালিবান কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের গ্রামগুলোতে ভারী বৃষ্টিতে গত সপ্তাহে তিন শতাধিক লোকের প্রাণ গেছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।